রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৬:০৭, ১২ এপ্রিল ২০২১

কাচালং নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে বাঘাইছড়িতে বিঝু উৎসব শুরু

কাচালং নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে বাঘাইছড়িতে বিঝু উৎসব শুরু

বাঘাইছড়ি প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর বিঝু উৎসব শুরু হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার কাচালং নদীতে ফুল ভাসানোর প্রক্রিয়া শুরু করে সকাল ৯টায় শেষ হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে কিশোর কিশোরীরা দলে দলে অংশ গ্রহণ করে।

এসময় পানিতে ফুল ভাসানোর পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে পার্থনা করতে দেখা যায়।

আগত কিশোর কিশোরীদের সাথে কথা বলে জানা যায়, করোনার কারনে এবার পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগতম জানানোর পরিধি সিমিত পরিসরে আয়োজন করলেও এবার পার্থনার মূল বিষয় বস্তু ছিলো পৃথিবীর ও বাংলাদেশ থেকে করোনা যেন দূর হয়।

আলোকিত রাঙামাটি