রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:২৯, ২১ ফেব্রুয়ারি ২০২০

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ নেতা বিপ্লব মারমার ‘সংবাদ সম্মেলন’

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ নেতা বিপ্লব মারমার ‘সংবাদ সম্মেলন’

কাপ্তাই প্রতিনিধিঃআওয়ামী লীগ কাপ্তাই উপজেলা শাখার সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমা শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চন্দ্রঘোনা আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল কর্তৃক গত ১৬ ফেব্রুয়ারি তাকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ হতে বহিস্কার করাকে সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী, উদ্দ্যেশ প্রনোদিত এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন দাবি করেন।  

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ এর (চ) ধারা মোতাবেক উপজেলা আওয়ামী লীগ একক ক্ষমতাবলে কোন সদস্যকে উপজেলার যেকোন পদসহ সাধারণ সদস্য পদ হতে বহিস্কার করতে পারেনা। তারা জেলার কাছে সুপারিশ করতে পারে এবং জেলা কেন্দ্রের কাছে সেটা পাঠাবে। কিন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী এবং সম্পাদক ইব্রাহিম খলিল আত্মপক্ষ সর্মথনের সুযোগ না দিয়ে একতরফা ভাবে তাকে বহিস্কার করেন। যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। তিনি বলেন, সামনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থীর দোঁড়ে এগিয়ে থাকায় ঈর্ষান্বিত হয়ে অংসুই ছাইন চৌধুরী এই কাজ করেছেন।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতা বিপ্লব মারমা বলেন, অভিযোগকারী কাপ্তাই রাইখালীর ডংনালা আমতলী পাড়ার বাসিন্দা থোয়াই অংপ্রু মারমা রাঙামাটি পুলিশ সুপার বরাবরে রাইখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন ও আওয়ামী লীগের সভাপতি মংক্য মারমার বিরুদ্ধে পুলিশ কনস্টবল পদে চাকরি দেওয়ার নামে ৭,৫০,০০০ (সাড়ে সাত লাখ টাকা) গ্রহণের অভিযোগ করেন। কিন্ত সেই অভিযোগে তার নাম না থাকা সত্ত্বেও তাকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সম্পাদকের গত ৮/২৩/১৯ তারিখে সাক্ষরিত  উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে গত ১১/১২/১৯ তারিখ সকাল ১১ টায় উপজেলা তৃতীয় শ্রেণী কর্মচারী ক্লাবে উপস্থিত হবার নির্দেশ প্রদান করে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে গত ৯/১২/১৯ তারিখ এক চিঠির মাধ্যমে ব্যক্তিগত কারনে উপস্থিত থাকতে পারবেনা জানিয়ে সময় প্রার্থনা করে সভাপতি বরাবরে একটি আবেদন করেন তিনি। কিন্ত উক্ত আবেদনের থোয়াক্কা না করে ওইদিন তারা একতরফা ভাবে তাকে দোষী সাব্যস্ত করে। বিষয়টি তাকে অবহিত করা পর্যন্ত হয়নি। অথচ বাদী মংক্য মারমার বিরুদ্ধে টাকা গ্রহণের অভিযোগ করেছে, কিন্ত সেখানে আমার নামই নেই বলে বিপ্লব মারমা জানান।

তিনি আরো জানান, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংক্য মারমা তার বিরুদ্ধে অভিযোগ করার প্রেক্ষিতে গত ৫/১/২০২০ তারিখ তিনি মংক্য মারমার বিরুদ্ধে একটি লিগেল নোটিশ পাঠান। জবাবে মংক্য মারমা একটি উকিল নোটিশের মাধ্যমে জানান যে, রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এনামুল হক ও জনৈক মিলন চৌধুরীকে স্বাক্ষী রেখে তাদের সম্মুখে তাকে (বিপ্লব মারমাকে) পুলিশ কনস্টবেল পদে রাইখালীর ডংনালার সাক্যচিং মারমাকে চাকরি দেবার নামে ৫,৯০,০০০ (পাঁচ লাখ নব্বই হাজার) টাকা প্রদান করেন। 

এপ্রসঙ্গে বিপ্লব মারমা বলেন, তিনি সেই ব্যক্তিকে কখনোও দেখিনি এবং তাকে তিনি চিনেন না। তাই টাকা গ্রহণ করার প্রশ্নই আসেনা। এছাড়া, অভিযোগে যে দু'জন সাক্ষীর নাম উল্ল্যেখ করা হয়েছে, তারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে বলে তিনি দাবি করেন। এই বিষয়কে পুঁজি করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক তাকে বহিস্কার পূর্বক তার ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন করেছে। 

বিপ্লব মারমা আরো বলেন, আমি একজন সাবেক জাতীয় কৃতি ফুটবলার, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের নির্বাচিত সভাপতি। দেশ-বিদেশে তার যথেষ্ট সুনাম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত ১৯ ফেব্রুয়ারি কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের বিরুদ্ধে এক উকিলের মাধ্যমে লিগাল নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে আমার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করা না হলে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ২ কোটি টাকার মানহানির মামলা করবেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

এদিকে, সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের জানান এব্যাপারে তার কোন মন্তব্য নেই।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়