রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:২৮, ২২ সেপ্টেম্বর ২০২০

কাপ্তাই লেকের জেলেদের অনুদান দিচ্ছে বর্তমান সরকার

কাপ্তাই লেকের জেলেদের অনুদান দিচ্ছে বর্তমান সরকার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাই উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত সোমবার (২১ই সেপ্টেম্বর) বিকালে। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশান্তি পার্কে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। 

উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোস্তাক আহম্মেদ এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী। 

উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সুভাষ দাশের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. নূর উদ্দিন সুমন প্রমুখ। 

আলোচনা সভায় কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে দ্রুত মৎস্যজীবী লীগের কমিটি গঠনের আহ্বান জানান উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী বলেন, বর্তমান সরকারের আমলে কাপ্তাই লেকের প্রায় ৫ শতাধিক জেলে পাচ্ছে সরকারের বিশেষ অনুদান। বছরের জুন থেকে আগষ্ট মাসে সরকারি নিষেধাজ্ঞা থাকায় এসময় মাছ ধরা থেকে বিরত থাকে কাপ্তাইয়ের জেলেরা। গত ১৫ বছর ধরে বছরের ৩ মাস কাপ্তাই লেকের জেলেদের বিশেষ বরাদ্দ দিয়ে আসছে সরকার।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়