রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

প্রকাশিত: ১৩:৫০, ১৪ জুন ২০২১

কাপ্তাইয়ে করোনা নিয়ে সচেতনতামূলক সড়ক প্রচারণা

কাপ্তাইয়ে করোনা নিয়ে সচেতনতামূলক সড়ক প্রচারণা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর উদ্যোগে কাপ্তাই উপজেলাধীন নতুন বাজার, জেটিঘাট, বড়ইছড়ি বাজার, বারঘোনিয়া গেইট ও রাইখালী বাজারে করোনা নিয়ে সচেতনতামূলক সড়ক প্রচারণা করা হয়েছে।

সোমবার (১৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর প্রায় ১টা পর্যন্ত এই প্রচারণা চালানো হয়।

প্রচারণার অংশ হিসেবে করোনা সংক্রমণ রোধে মাস্ক পরিধান, কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত পরিস্কার করা, ভীড় এড়িয়ে চলা, নূন্যতম ৩ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনা আক্রান্ত রোগীদের কোয়ারান্টাইনসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচার প্রচারণা চালানো হয়।

এছাড়া, প্রচারণার অংশ হিসেবে নাটক, গণউদ্বুদ্ধ করণ সংগীত এবং লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে সচেতন করা হয়।

এর আগে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দিনব্যাপী এই প্রোগামের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি।

এ সময় কাপ্তাই স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইসমাইল হোসেন, ডাঃ কামরুল হাসান, প্রজেক্টের মনিটরিং সুপারভাইজার রিপন আহমেদ, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়