রাঙামাটি । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:-

প্রকাশিত: ১৪:৩৯, ২২ এপ্রিল ২০২১

কাপ্তাইয়ে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাইঃ- কাপ্তাই উপজেলা পরিষদের উদ্যোগে ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় করোনা মোকাবেলায় ইউনিয়ন পরিষদ, সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা, ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা একাডেমিক সুপারভাইজারের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মঈনুল হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরন্জিত তঞ্চঙ্গ্যা, চিৎমরম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথোয়াই মারমা, রাইখালী ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিচ, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা উপস্থিত ছিলেন।

সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিলো, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, কন্টাক্টলেস, ইনফ্রারেড থার্মোমিটার ও হাত ধোঁয়ার সাবান।

আলোকিত রাঙামাটি