রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

কাপ্তা্ই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:৪৬, ২৮ জুলাই ২০২০

কাপ্তাইয়ে খামারিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

কাপ্তাইয়ে খামারিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

কাপ্তা্ই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাইয়ে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্ট করণ প্রকল্পের আওতায় নির্বাচিত খামারিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠান গত সোমবার বিকেলে কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ ও উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করেন রাঙামাটি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত। 

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রদান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত বলেন, বর্তমান করোনা মহামারীর সময়েও প্রাণী সম্পদের সুষ্ঠু ব্যবহার করে খামারীরা মানুষের পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণের যোগান দিয়ে আসছে তা প্রশংসনীয়। তিনি খামারীদের বিজ্ঞান সম্মত উপায়ে প্রাণী সম্পদের সুষ্ঠু ব্যবহার অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণে কাপ্তাইয়ের নির্বাচিত ২৫ জন খামারী উপস্থিত ছিলেন।
 

আলোকিত রাঙামাটি