রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:১৪, ১৫ অক্টোবর ২০২০

কাপ্তাইয়ে টিসিবি’র পণ্য বিক্রয় পরিদর্শনে ইউএনও মুনতাসির

কাপ্তাইয়ে টিসিবি’র পণ্য বিক্রয় পরিদর্শনে ইউএনও মুনতাসির

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- লাইনে দাঁড়িয়ে সামাজিক দুরত্ব নিশ্চিত করে টিসিবির পণ্য কেনার জন্য সাধারণ জনগণের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। প্রতি কেজি চিনি ৫০ টাকা, প্রতি কেজি ডাল ৫০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ৮০ টাকা হারে সরকার কর্তৃক নির্ধারিত ডিলারের মাধ্যমে এই পণ্য বিক্রি হচ্ছে কাপ্তাই উপজেলা সদরে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কাপ্তাই উপজেলা সদরে টিসিবির বিক্রয় কার্যক্রম পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান সন্তোষ প্রকাশ করেন। 

তিনি সাংবাদিকদের বলেন, কাপ্তাই উপজেলা সদরে সরকার কর্তৃক নির্ধারিত দামে ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। এতে সাধারণ জনগণ উপকৃত হচ্ছে। 

তিনি আরো বলেন, পেঁয়াজ যেখানে বাজারে ৯০-১০০ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের, সেখানে মাত্র ৩০ টাকা দামে পেঁয়াজ কিনতে পেরে ক্রেতারা খুশি। এছাড়া অন্য পণ্যের দামও বাজার দাম হতে অনেক কমে পাচ্ছে ক্রেতা সাধারণ। 

ডিলার বির্দশন বড়ুয়া জানিয়েছেন, টিসিবির পণ্য কিনতে প্রচুর ভীড় করছেন এলাকার মানুষজন। তবে সরকার যদি দুরত্ব অনুযায়ী ২ দিনের সরবরাহকৃত পণ্য ১ দিনে আনার সুযোগ করে দেয় তাহলে ক্রেতা সাধারণ আরো বেশি উপকৃত হবে।

এ সময় কর্ণফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, কাপ্তাই উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক থোয়াইসাপ্রু চৌধুরী রুবেল, অর্থ সম্পাদক বিজয় মারমা এবং ডিলার বির্দশন উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়