রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১২:৩৮, ৪ এপ্রিল ২০২০

কাপ্তাইয়ে ত্রাণ সহায়তা পেল আরো ৩৮৩ জন

কাপ্তাইয়ে ত্রাণ সহায়তা পেল আরো ৩৮৩ জন

কাপ্তাই প্রতিনিধিঃ- উপজেলার কাপ্তাই ইউনিয়ন এলাকায় বিশ্ব মহামারি করোনার প্রকোপে আয় রোজগার হারানো কর্মহীন আরো ৩৮৩ টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। যার মধ্যে সরকারি ত্রাণ সহায়তার আওতায় ২৫০ টি পরিবার, কাঠ ব্যবসায়ী সমিতির ৫৩ টি ও কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির পক্ষে ৮০ টি কর্মহীন পরিবার নিয়ে মোট ৩৮৩ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হলো।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক ভাবে কাপ্তাই ইউপি কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। 

এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা ভাইস চেয়্যারম্যান মোঃ নাছির উদ্দিন, ইউপি চেয়্যারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সভপতি মির্জা নাজিম উদ্দিন খোকন, সহ-সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ কাঠ ব্যবসায়ী ও মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত থেকে এই ত্রান কার্যক্রমে সহযোগিতা করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়