রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:১২, ১০ মে ২০২০

কাপ্তাইয়ে বণিক সমিতি কর্তৃক ক্ষুদ্র ব্যবসায়ীদের ত্রাণ বিতরণ

কাপ্তাইয়ে বণিক সমিতি কর্তৃক ক্ষুদ্র ব্যবসায়ীদের ত্রাণ বিতরণ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মহীন অসহায় হয়ে পড়া ২শ' পরিবারের মাঝে রোববার (১০ মে) চাল, ডাল, পেয়াজ, তেল, আলুসহ ত্রাণ সামগ্রী উপহার হিসাবে বিতরণ করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে এসকল ত্রাণ উপহার সামগ্রী বিতরণ করেন কাপ্তাই উপজেলা নিবার্হী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী শামসুল ইসলাম আজমির, নতুন বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পদাক একরামুল হক, বিএফআইডিসি স্কুল প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়া, মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ বেলাল হোসেন এবং নতুন বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক পিয়তোষ থর পিন্টু, সাংগঠনিক সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য মোঃ ইয়াছিন আলম, মোঃ লোকমান হোসেন, মোঃ কুতুব উদ্দিন, মোঃ মোকারম হোসেন ও মোঃ রফিকুল আলম প্রমুখ।

নতুন বাজার সমিতির সভাপতি জয়নাল আবেদীন ও সম্পাদক মোঃ একরামুল হক বলেন, দীর্ঘ ২ মাসেরও অধিক সময় ধরে করোনা ভাইরাস সংক্রামণের ফলে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা একেবারে বন্ধ। এহেন অবস্থায় তারা কর্মহীন হয়ে পড়েছে। ফলে তাদের সকলকে উপহার হিসাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হল।  

আলোকিত রাঙামাটি

সর্বশেষ