রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:১৩, ৯ ফেব্রুয়ারি ২০২০

কাপ্তাইয়ে বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে প্রশিক্ষণ

কাপ্তাইয়ে বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে প্রশিক্ষণ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাইয়ে ইউজিডিপি ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) অর্থায়নে ও  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং ইভটিজিং প্রতিরোধ বিষয়ে কাপ্তাই উ্চ্চ বিদ্যালয়ের স্কুল শিক্ষার্থীদের নিয়ে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। রোববার (৯ ফেব্রুয়ারি) সচেতনতামূলক এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাদির আহমেদ,কাপ্তাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান ও সমাজ সেবা অফিস সুপার ছলেহ আহম্মদ সেলিম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা  অল্প বয়সে  বিবাহ  না করা, ইভটিজিংসহ নারী ও শিশু নির্যাতন হতে দূরে থাকার পরামর্শ দেয়া হয়। এব্যাপারে প্রতিরোধ করতে হলে স্কুল শিক্ষক, ইউপি চেয়ারম্যান, সদস্য ও সমাজের সচেতন নাগরিকদের সহযোগিতা নেওয়া প্রায়োজন এবং সকলে মিলে প্রতিরোধ করা সম্বব বলে তারা মন্তব্য করেন। বাল্য বিবাহ হতে দূরে থাকব বলে শিক্ষার্থীদের শপথ গ্রহণ করানো হয়।

আলোকিত রাঙামাটি