রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০২০

কাপ্তাইয়ে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের মাসব্যাপী ক্রীড়া প্রশিক্ষণ

কাপ্তাইয়ে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের মাসব্যাপী ক্রীড়া প্রশিক্ষণ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কাপ্তাই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারী)। কাপ্তাই উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে ওইদিন বিকাল ৩টায় প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা। কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও প্রশিক্ষক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূর বেগম মিতা, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যাসুইপ্রু মারমা, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন।

কাপ্তাইয়ের খেলোয়াড়রা দেশের ক্রীড়াঙ্গনে একসময় জোরালো ভূমিকা রেখেছে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা বলেন, চেষ্টা না করলে কখনোই সফলতা অর্জন করা যায়না। পার্বত্যাঞ্চলের ক্রীড়াঙ্গনে পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনতে অত্র প্রশিক্ষণীদের ক্রীড়া সামগ্রী দিয়ে সহায়তা করার আশ্বাস দেন তিনি। 

প্রশিক্ষণে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৩০ জন ছাত্রী অংশ নেয়। মাস ব্যাপী এই প্রশিক্ষণে ছাত্রীদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু।

আলোকিত রাঙামাটি