রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:২৮, ৭ জানুয়ারি ২০২১

কাপ্তাইয়ে বিশেষ অভিযানে দু’টি চোলাই মদের কারখানা ধ্বংস

কাপ্তাইয়ে বিশেষ অভিযানে দু’টি চোলাই মদের কারখানা ধ্বংস

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই প্রতিনিধিঃ- কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়ার দূর্গম দুইল্যাছড়ি এলাকায় ট্রাস্কফোর্সের বিশেষ অভিযানে দু’টি দেশীয় চোলাই মদের কারখানা ধ্বংস করা হয়েছে। একই সাথে ৩৫ লিটার চোলাই মদ, ৪ হাজার ৮শ' লিটার মদ তৈরীর উপকরণ, ৩শ' ৩০টি এলুমিনিয়াম পাতিল, ১১টি বড় ড্রাম, ১৭টি জার এবং ২টি বালতি জব্দ ও ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (৭ জানুয়ারী) দুপুরে প্রায় দুই ঘন্টার এই অভিযানে কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহানের নেতৃত্বে রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান শরীফ, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাঈনুল হোসেন চৌধুরীসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এবং পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেয়। 

এ সময় ট্রান্সফোর্সের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘরের মালিক পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান শরীফ।

পরে উপজেলা পরিষদ চত্বরে এক সংবাদ ব্রিফিংয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপস্থিত সাংবাদিকদের জানান, ওয়াগ্গা ইউনিয়নের দূর্গম দুইল্যাছড়ি এলাকায় মদ তৈরীর কারখানা আছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে। ফলে বৃহস্পতিবার বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত  ট্রান্সফোর্সের সদস্যদের নিয়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় চোলাই মদ, মদ তৈরীর উপকরণ, ৩শ' ৩০টি  পাতিল, ড্রাম, জার, কন্টেইনার, চুলা ধ্বংস করা হয়। 

অভিযানে অংশ নেওয়া কাপ্তাই থানার উপ পরিদর্শক মোঃ সুমন সরকার জানান, এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন বাদী হয়ে কাপ্তাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ২৪ (খ) ও ৩৭ ধারায় মামলা দায়ের করেন। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়