রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:০৬, ২৮ অক্টোবর ২০২০

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের ৩টি দোকানকে জরিমানা

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের ৩টি দোকানকে জরিমানা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি দোকানকে জরিমানা করা হয়েছে। 

মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে ভোগ্যপণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে করিম ষ্টোরকে ১ হাজার ও তুষার ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা  করা হয়। এছাড়া রাহাত কুলিং কর্ণার ষ্টোরে ফ্রিজে চামড়াসহ মরা মুরগী সংরক্ষণ ও দোকানে অপরিচ্ছন্ন পরিবেশ রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালতের অভিযানে ভোক্তা অধিকার আইনে এই জরিমানা প্রদান করেন । এছাড়া তিনি জনসমূখে বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ন খাবার ধ্বংস করেন। ফ্রিজে রাখা মরা মুরগী গুলো মাটিতে পুতে ফেলেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করেন।

অভিযানে ইউএনও অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলামসহ কাপ্তাই থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

আলোকিত রাঙামাটি