রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:১২, ১৪ এপ্রিল ২০২১

স্বপ্নচুড়ার ব্যতিক্রমী উদ্যোগ

কাপ্তাইয়ে “১ টাকার সদাই”র উদ্বোধন

কাপ্তাইয়ে “১ টাকার সদাই”র উদ্বোধন

।।মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই।। কাপ্তাইয়ে উদ্বোধন করা হলো “১ টাকার সদাই”। ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে কতিপয় যুবকের স্বপ্নের সংগঠন “স্বপ্নচুড়া ফাউন্ডেশন”। ইতিমধ্যে এমন ব্যতিক্রমী উদ্যোগের কারণে সংগঠনটি এলাকায় বেশ আলোচিত হয়ে উঠেছে। 

জানা গেছে, ৮ আইটেম (২ কেজি ছোলা,২ কেজি মটর ডাল,২ কেজি পেঁয়াজ,২ কেজি আলু,১ কেজি মুড়ি,১ কেজি লবণ, ১ কেজি চিনি আর ১ লিটার তেল)। পণ্যগুলোর বাজারমুল্য হিসেব করলে আসে ৫শ' থেকে ৫শ' ৫০ টাকা। কিন্তু অসহায়, গরীব মানুষগুলো একই পণ্যই পাচ্ছে মাত্র ১ (এক) টাকায়। দান নিতে অনেকের সম্মানে লাগতে পারে। তাই এই লজ্জাবোধ যাতে না আসে এবং তিনি যেন ভাবতে পারেন যে, তিনি পণ্যগুলো টাকা দিয়ে কিনে নিয়েছেন। আর তেমনি কিছু পরিবারের মুখে হাসি ফুটিয়ে পবিত্র রমজান মাসে কয়েকদিন স্বাচ্ছন্দ্যে চলার মতো এমন ব্যবস্থা করেছেন কিছু তরুণ উদ্যোক্তা। তাদেন স্বপ্নের সংগঠনের নাম কাপ্তাই “স্বপ্নচুড়া ফাউন্ডেশন”। 

গত মঙ্গলবার (১৩ এপ্রিল) উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী আয়োজনের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। এ সময় কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন উপস্থিত ছিলেন। ইউএনও মুনতাসির জাহান তাদের এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের পাশে থাকার ঘোষণা দেন।

স্বপ্নচুড়া ফাউন্ডেশনের সভাপতি সোহেল আরাফাত জানান, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সার্বিক দিক নির্দেশনায় এই ব্যতিক্রমী আয়োজন করতে পেরেছি। এ সময় ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 
 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়