রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২১:২৬, ১৬ জুন ২০২১

কাপ্তাইয়ের রাইখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

কাপ্তাইয়ের রাইখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১
দেশীয় তৈরি এলজি এবং কার্তুজসহ আটক সন্ত্রাসী উছাইমং মারমা প্রকাশ নিথোয়াই। ছবি:- আলোকিত রাঙ্গামাটি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে দেশীয় তৈরি এলজি এবং কার্তুজসহ একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বুধবার (১৬ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী ওইদিন বিকেলে ডলুছড়ি পাড়ায় অভিযান চালিয়ে তার ঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত উছাইমং মারমা প্রকাশ নিথোয়াই (৩৪) ডলুছড়ি এলাকার থোয়াইচিং মারমার ছেলে। এ সময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ওই ব্যক্তিকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনী সূত্র নিশ্চিত করেছে।

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচাজ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় ইতিমধ্যে রাইখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব সেন লাতুকে হত্যাচেষ্টার মামলার রেকর্ড রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি ইকবাল জানান।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়