রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

শম্পু বাহাদুর থাপা

প্রকাশিত: ১৪:৪৪, ২৮ ডিসেম্বর ২০১৯

কুয়াশাচ্ছন্ন রাঙামাটি

কুয়াশাচ্ছন্ন রাঙামাটি

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই পার্বত্য চট্টগ্রাম রাঙামাটিতে শীতের আগমনী বার্তা শুরু হয়েছে। বিকেলে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঠাণ্ডার প্রকোপও শুরু হয়ে যায়। সেই সঙ্গে নামে কুয়াশা। নেমে আসা ঘন কুয়াশা সকাল ৯টা পর্যন্ত এখানকার জনপদকে কুয়াশাচ্ছন্ন করছে। এর সাথে মাঝেমধ্যে হিম বাতাস বয়ে যাচ্ছে। হিম বাতাসে ঠাণ্ডার তীব্রতাও বাড়ছে। বৃদ্ধ ও শিশুদের ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত করবে এই আশঙ্কা তাদের।

বৃদ্ধা সুবল আসাম জানান, ঠাণ্ডা আমারে ধরি ফেলাইসে। আমার নাতিনরে ঠাণ্ডায় ঘর তুন বাইর হইত নদেয়। ইতাল্লাই ঘরতে শুই আসি। জ্বর, কাশী হইতল্লাই ডরে আমরাও ঘরতেই থাকে। কিন্তু বেশিক্ষণ বিছনাতে শুইয়ারে থাকত কষ্ট হয় আমার।

বাসিন্দা মলয় চাকমা জানান, রাঙামাটিতে বরাবরেই ঠাণ্ডা বেশি হয়। এই ঠাণ্ডা মোকাবেলার জন্য পুরনো কাপড়ের দোকান থেকে মোটা কাপড় কেনার চেষ্টা করছেন। পুরনো কাপড়ের দোকানে মোটা কাপড়ের মূল্য কম বলেই তার এই চেষ্টা।

পাইসিমং মারমা জানান, এবার রাঙামাটিতে ঠান্ডার তীব্রতা বাড়বে বলেই ঠান্ডা নিবারণে তিনি পুরান কাপড়ের দোকানে এসেছেন। পুরান কাপড়ের দোকান থেকে তিনি তার বৃদ্ধ মায়ের জন্য মোটাকাপড় কিনবেন বলে জানান।  

 

 

পুরনো কাপড় ব্যবসায়ী আব্দুর শহিদ জানান, গতবারের চেয়ে এবার ঠাণ্ডা বেশি। তাই ঠাণ্ডায় তার পুরনো কাপড়ের দোকানে মোটা কাপড়ের পরিমাণ বৃদ্ধি করেছেন। ক্রেতার ভিড় বেড়ে যাওয়ায় এ পর্যন্ত তিনি সাতটি পুরনো কাপড়ের বস্তা খুলে বিক্রি শুরু করেছেন।

ব্যবসায়ী মো: শাহজাহান জানান, এবার রাঙামাটিতে ঠাণ্ডা বাড়বে জেনে আমরা পর্যাপ্ত পরিমাণ মোটা কাপড় বিক্রির জন্য এনেছি। এখানে নিম্ন ও মধ্যবিত্তরা সাধ্য অনুযায়ী মোটা কাপড় কিনছেন। 

অপর ব্যবসায়ী আব্দুল মান্নান জানান, ঠাণ্ডার মোকাবেলায় অল্প পয়সার মানুষের মোটা কাপড় কেনার জন্য তিনি উন্মুক্তস্থানে পুরনো কাপড়ের দোকান দিয়েছেন। পাশাপাশি নিজেও সেলাই মেশিন বসিয়ে তৈরি করছেন ঠাণ্ডার কাপড়। চাহিদামতো মানুষ মোটা কাপড় কেনার চেষ্টা করছে।

রাঙামাটির বেতবুনিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলোকিত রাঙ্গামাটিকে জানান, এবার রাঙামাটিতে ঠাণ্ডার প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ডিসেম্বর মাসের শেষের দিকে রাঙামাটিতে শৈত্যপ্রবাহও বয়ে যাচ্ছে।

আলোকিত রাঙামাটি