রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:০৮, ৩১ মে ২০২০

কৃষকের ধান কেঁটে মাড়াই করে দিল গোপালগন্জ সদর উপজেলা ছাত্রলীগ

কৃষকের ধান কেঁটে মাড়াই করে দিল গোপালগন্জ সদর উপজেলা ছাত্রলীগ

করোনা মহামারীতে বিপর্যস্ত পুরো বিশ্ব। এই অদৃশ্য ভাইরাসে থমকে গেছে সারাদেশ। সারা বিশ্বের সাথে পাল্লা দিয়ে জ্যামিতিক হারে দেশব্যাপী বাড়ছে আক্রান্তের হার। এই সংকটময় পরিস্থিতিতে করোনা মোকাবেলায় আর্ত মানবতার সেবায় অনেকেই ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছেন।

বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা সারাদেশব্যাপী ব্যাপক প্রশংসিত হয়। করোনার প্রাদুর্ভাব দিন দিন যেমন বাড়ছে, তেমন ছাত্রলীগের ব্যতিক্রমী কার্যক্রম নানাভাবে খবরের শিরোনাম হচ্ছে। করোনার শুরু থেকেই বিভিন্ন ভাবে সারা দেশে ছাত্রলীগের কাজগুলো সাধারণ জনগনের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এবার গোপালগঞ্জ সদর উপজেলার আওতাধীন ২১নং বোড়াশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কৃষক মোঃ মিজবাহ শেখ এর ১ বিঘা ধান কেটে মাড়াই করে দিল বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ সদর উপজেলা শাখার সহ-সভাপতি সাজ্জাত সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইজাজুল হক উজ্জল ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ সুজন ও ২১নং বোড়াশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়