রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:২১, ২৩ এপ্রিল ২০২১

কৃষকের ধান কেটে দিচ্ছে স্বেচ্ছাসেবকলীগ

কৃষকের ধান কেটে দিচ্ছে স্বেচ্ছাসেবকলীগ
মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে এক কৃষকের ৬ বিঘা জমির ধান কেটে কার্যক্রমের শুভ সূচনা করে স্বেচ্ছাসেবকলীগ

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন সময়ে কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়ার কার্যক্রম শুরু করেছে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।

শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আড়িয়াল বিলে কৃষক আবুল বেপারীর ৬ বিঘা জমির পাকা ধান কেটে মাড়াই করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে ধান কাটায় অংশ নেন- কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ্ লিটন, কাজী মোয়াজ্জেম হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আযিম, মহিলা বিষয়ক সম্পাদক সালমা হাই টুনী, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু প্রমুখ।

এ সময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবকলীগের নেতারা করোনার প্রথম ঢেউয়েও প্রান্তিক কৃষকের ধান কাটার কাজে সহযোগিতা করেছেন। তার নির্দেশক্রমে করোনার দ্বিতীয় ঢেউয়েও সারাদেশে সংগঠনের নেতাকর্মীরা অসহায় কৃষকের ধান কেটে ঘরে তোলার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা শুরু করেছেন।

পরে অসহায় ও দুস্থ কৃষকের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে সংগঠনটি।

আলোকিত রাঙামাটি