রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:৩৪, ১৩ মে ২০২০

কৃষকের হাসি` অ্যাপসের মাধ্যমে বোরো ধান ক্রয়

কৃষকের হাসি` অ্যাপসের মাধ্যমে বোরো ধান ক্রয়

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে খুলনা জেলা প্রশাসনের উদ্ভাবিত মোবাইল এ্যাপস 'কৃষকের হাসি'-এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে খুলনায় কৃষকের নিকট থেকে বোরো ধান ক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে। ধান ক্রয় কার্যক্রম উপলক্ষে দুপুরে খুলনার মহেশ্বরপাশা সিএসডি চত্বরে দিঘলিয়া উপজেলার কৃষকদের নিকট থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বব্যাপী আজ শিল্পভিত্তিক অর্থনীতি ও সেবাভিত্তিক অর্থনীতি মুখ থুবড়ে পড়লেও কৃষিভিত্তিক অর্থনীতি টিকে আছে। কৃষকরা বেঁচে থাকলে বাংলাদেশের অর্থনীতিও সচল থাকবে।

অনুষ্ঠানে জানানো হয়, এ বছর খুলনার দিঘলিয়া উপজেলার কৃষকদের নিকট থেকে মোবাইল অ্যাপস 'কৃষকের হাসি'-এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সরকার ২৬ টাকা কেজি দরে প্রায় ৭০১ মেট্রিক টন বোরো ধান ক্রয় করবে।

এ সময় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়