রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

জাবেদ মোহাম্মদ নূর

প্রকাশিত: ১৭:৪৫, ১৭ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

কে জানে, কে কোথায় যায়?

কে জানে, কে কোথায় যায়?

মনের সাথে দেহের যে দেশান্তর প্রতিনিয়ত ঘটে চলে
কে কোন কালে জেনেছে কে জানে?
কিন্তু আমি দিয়েছি হাওয়া নাফরমান মনের পালে, প্রতি ক্ষনেক্ষনে।

আলো আর অন্ধোকারে লুকোচুরি খেলা করে
কে কোন কালে দেখেছে কে জানে?
আমি দেখেছি তারে কাপুরুষের মতো পালিয়ে যেতে আঁধারে, চুপিসারে।

নতুন ভালোবাসা আর বিরহ-বাঁধন পাঁচালী
কে কোন কালে বর্ননা দিয়েছে কে জানে?
আমি দেখেছি তারে ঝুলে আছে গাছের ডালে, পুড়া কপালি, মায়া বাড়ালি।

আলোকিত রাঙামাটি