রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:০৫, ২৭ এপ্রিল ২০২০

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ত্রাণ পৌঁছে দিলো বাংলাদেশ সেনাবাহিনী

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ত্রাণ পৌঁছে দিলো বাংলাদেশ সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদকঃ- করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদূর্ভাবে লকডাউনে থাকা খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে আজ মহালছড়ি সেনা জোন।

খাগড়াছড়ির বাহাদূরপুর, রোয়াজাপারা, গামারিডালা, ৫ একর, ২ নং যৌথখামারপারা এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল ১০ কেজি, ডাল ০২ কেজি, আটা ০২ কেজি, তেল ০১ কেজি, লবণ ০১ কেজি, আলু ০৫ কেজি, পিয়াজ ০১ কেজি, হুইল সাবান ০১প্যাকেট এবং লাক্স সাবান ০১ প্যাকেট বিতরণ করা হয়। 

এ সময় মহালছড়ি সেনা জোন এর জোন কমান্ডার, লেঃ কর্নেল মেহেদী সহ অন্যান্য সেনাসদস্য উপস্থিত ছিলেন।

লকডাউনে থাকা পাহাড়ী জনগণের খাদ্যাভাব দূর করতে মহালছরি সেনা জোন নিয়মিত অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। ত্রাণ বিতরণ কার্যত্রুমের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে বিভিন্ন সচেতনতামূলক কার্যত্রুম অব্যাহত রেখেছে। 

দুর্গম এলাকার অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরণের কার্যত্রুম অব্যহত রাখবে।

আলোকিত রাঙামাটি