রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ০৯:১৯, ২৫ নভেম্বর ২০১৯

খাগড়াছড়ি আওয়ামী লীগের নেতৃত্বে কুজেন্দ্র-নির্মলেন্দু

খাগড়াছড়ি আওয়ামী লীগের নেতৃত্বে কুজেন্দ্র-নির্মলেন্দু

কুজেন্দ্র লাল ত্রিপুরা (বামে), নির্মলেন্দু চৌধুরী (ডানে)


সাত বছর পর খাগড়াছড়ি আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। এতে সভাপতি পদে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সাধারণ সম্পাদক পদে নির্মলেন্দু চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে দিদারুল আলম দিদারকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। 

রোববার বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ ঘোষণা দেন প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম ছিল অশান্ত। সেই অশান্ত পাহাড়কে শান্ত করতে ভূমিকা নিয়েছিল আওয়ামী লীগ সরকার। সেই লক্ষ্যে শান্তি চুক্তি সম্পাদিত হয়। তার ধারাবাহিকতায় পাহাড়ে শান্তি বিরাজের পাশাপাশি উন্নয়ন হচ্ছে। 

এর আগে প্রধান অতিথি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর শান্তির পায়রা এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, পানিসম্পদ উপমন্ত্রী এ. কে. এম এনামুল হক শামিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম, কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের এমপি বাসন্তী চাকমা, সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্বা রণ বীক্রম ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথো অং মারমা প্রমুখ।

আলোকিত রাঙামাটি