রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ০৯:৪৮, ২৬ মার্চ ২০২০

খাগড়াছড়িতে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

খাগড়াছড়িতে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

ফাইল ছবি


খাগড়াছড়ি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে ভর্তি থাকা এক রোগীর মৃত্যু হয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক ডা. পূনর্জীবন চাকমা জানান, বুধবার (২৫ মার্চ) সকালে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তার শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় তার চিকিৎসার দায়িত্বে থাকা একজন চিকিৎসকসহ, দুই নার্স ও এক আয়াকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানান, আক্রান্ত রোগী ৯ মার্চ থেকে জ্বর, শ্বাসকষ্ট, কাশিতে ভুগছিলেন। পেশায় তিনি দিনমজুর, সন্দেহজনকভাবে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। আইইডিসিআর-এর নিদের্শনা অনুযায়ী তার মরদেহ সৎকার করা হবে বলেও জানান তিনি।
 

আলোকিত রাঙামাটি

সর্বশেষ