রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:৫৫, ৩ এপ্রিল ২০২০

খাগড়াছড়িতে দুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট

খাগড়াছড়িতে দুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট

জীবাণুনাশক স্প্রে ছিটাচ্ছেন রেড ক্রিসেন্টের কর্মীরা


খাগড়াছড়িতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিট।

ইউনিট অফিসার আবদুল গণি মজুমদার জানান, প্রত্যেকটি উপজেলায় রেড ক্রিসেন্টের কর্মীরা কাজ করে যাচ্ছেন। খাদ্যসামগ্রী বিতরণ ছাড়াও তারা সর্বত্র জীবাণুনাশক স্প্রে ছিটাচ্ছেন। 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্যদের টাকায় ক্রয় করা খাদ্যসামগ্রী বিতরণ করছে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। এছাড়া উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কাজ করছে যুবরা। 

ক্রিসেন্টের কার্যক্রম সরাসরি মনিটরিং করছেন খাগড়াছড়ি ইউনিট ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

ব্রাঞ্চের যুব প্রধান সুজল চৌধুরী বলেন, আমরা হত-দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছি। পাশাপাশি জীবাণুনাশক স্প্রে এবং গণসচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছি।

ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, রেড ক্রিসেন্টের মতো সমাজের বিত্তবানদেরও এই সংকট মুহূর্তে এগিয়ে আসা উচিত। 

আলোকিত রাঙামাটি

সর্বশেষ