রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:২৮, ১৪ ডিসেম্বর ২০২০

খাগড়াছড়িতে ধর্ষণের পর হত্যা, তিন যুবকের মৃত্যুদণ্ড

খাগড়াছড়িতে ধর্ষণের পর হত্যা, তিন যুবকের মৃত্যুদণ্ড

আসামিদের আদালত থেকে কারাগারে নেয়া হচ্ছে


খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় তিন যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- রুমেন্দ্র ত্রিপুরা ওরফে রুমেন, ত্রিরণ ত্রিপুরা ও কম্বল ত্রিপুরা। এর মধ্যে কম্বল ত্রিপুরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

আদালতের পিপি বিধান কানুনগো জানান, ২০১৯ সালের ১৩ মে খাগড়াছড়ির ভাইবোনছড়ার বড়পাড়ার ওই কিশোরীকে বাসায় রেখে জেলার দীঘিনালায় বেড়াতে যান তার মা-বাবা। এ সুযোগে ওইদিন রাতে একই ইউনিয়নের বেজাচন্দ্র পাড়ার রুমেন, ত্রিরণ ও কম্বল ওই কিশোরীর ঘরে ঢুকে ধর্ষণের পর হত্যা করে। ঘটনার পরদিন এলাকাবাসীর সহায়তায় ওই তিন ধর্ষককে আটক করে পুলিশ।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের মা। পরে একই বছরের ২৮ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। শুনানি শেষে আদালত এ রায় দেয়।

আলোকিত রাঙামাটি