রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটি ডেস্কঃ-

প্রকাশিত: ১৯:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২০

খাগড়াছড়িতে সবজির বস্তায় মদ পাচার, আটক ২

খাগড়াছড়িতে সবজির বস্তায় মদ পাচার, আটক ২

খাগড়াছড়িতে সবজির বস্তায় অভিনব কায়দায় দেশীয় তৈরি চোলাই মদ পাচারকালে দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের মাইনী ভ্যালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালীর শ্যামল চাকমা ও দীঘিনালার কুমিল্লাটিলার আমির হোসেন।

পুলিশ জানায়, সবজির বস্তায় করে অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় দেশীয় চোলাই মদ পাচার করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাইনী ভ্যালী এলাকায় অভিযান চালিয়ে সবজির বস্তা থেকে ৮৬ লিটার মদ উদ্ধার করা হয়।

এ সময় পাচার চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

ডিবি পুলিশের ওসি শিমুল কুমার মহন্ত জানান, আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়