রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১০:৪০, ১৬ এপ্রিল ২০২১

খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি না মানায় ১৪৭২ জনকে জরিমানা

খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি না মানায় ১৪৭২ জনকে জরিমানা
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

নিজস্ব প্রতিবেদকঃ- স্বাস্থ্যবিধি না মানায় ১৫ দিনে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪৭২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে ১৩৭ জনকে জরিমানা করা হয়। রাতে নিজের ফেসবুক পেজে এ তথ্য জানান খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাস।

তিনি জানান, ১ এপ্রিল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৪৭২ জনকে তিন লাখ ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন বলেন, দেশে ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। তাই মানুষদের সচেতন করতে আমরা নিয়মিত মাঠে কাজ করছি। লকডাউন না মানায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনেককে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়