রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:০৯, ২০ মার্চ ২০২০

‘খেলনাটা আমি ১৪ দিন পরে নেবো’- কোয়ারান্টাইনে থাকা বাবাকে মেয়ে

‘খেলনাটা আমি ১৪ দিন পরে নেবো’- কোয়ারান্টাইনে থাকা বাবাকে মেয়ে

ছবি : ফেসবুক থেকে নেয়া


‘বাবা তু‌মি যে খেলনাটা আমার জন্য নি‌য়ে এসেছো তা‌ কি ১৪ দিন পরে নেবো?’ সাড়ে চার বছরের রূপন্তি তার বাবাকে প্রশ্ন করলো সিঁড়িতে দাঁড়িয়ে। বাবা আশফাকুর রহমান গত ১৬ মার্চ থাইল্যান্ড থেকে দেশে ফিরেই স্বেচ্ছায় কোয়ারান্টাইনে চলে যান। দরজা খুলেই মেয়ের কান্নামাখা চোখ দেখে আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি। তবুও কাছে আসেননি, উত্তর দিয়েছেন ‘হ্যাঁ’।

ঘটনাটি ফেসবুকে শেয়ার করেছেন আশফাকুর রহমান নিজেই। তিনি জানান, তার ঘরে কাউকে ঢুকতে দিচ্ছেন না। কারো সঙ্গে দেখা করার ইচ্ছে হলে দরজা খুলেন তিনি, বাকিরা সিঁড়িতে আসেন।

তিনি ফেসবুকে লেখেন, ২২ ফেব্রুয়ারি ব্যবসায়িক কাজে আমাকে থাইল্যান্ড যেতে হয়। সেখান থেকে ফিরেই নিজ উদ্যোগে কে‌ায়ারান্টেইনে আ‌ছি। কারণ আমি নিজে কারো ক্ষ‌তির কারণ হতে চাই না। শুধু একটু কষ্ট হয়েছে যখন আমার মা, দুই মেয়ে, ভাইগ্না-ভাগ‌নি, দুই‌ বোন ও বউ দোতালার সিঁড়িতে দা‌ঁড়িয়ে আমার সঙ্গে দেখা করে উপরে চলে গে‌ল।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়