রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৩৯, ১৯ ফেব্রুয়ারি ২০২১

‘খেলাধুলা সহ জনবান্ধব সকল আয়োজনে পুলিশ সর্বদা পাশে থাকবে’

‘খেলাধুলা সহ জনবান্ধব সকল আয়োজনে পুলিশ সর্বদা পাশে থাকবে’
ছবি:- আলোকিত রাঙ্গামাটি

মেহেরাজ হোসেন সুজন (নানিয়ারচর) প্রতিনিধিঃ- খেলাধুলা সহ জনবান্ধব সকল আয়োজনে রাঙামাটি ও নানিয়ারচর পুলিশ সর্বদা পাশে থাকবে,বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।

গতকাল বৃহস্পতিবার (১৮ ফ্রেব্রুয়ারী) বিকেল ৪ টায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটির নানিয়ারচর থানার আয়োজনে নানিয়ারচর থানা প্রাঙ্গনে মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টে-২০২১ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার এ কথা বলেন।

মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল গোলাম মাবুদ হাসান পিএসসি, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, উপজেলা ক্রীড়া সংগঠক আবুল বশর চৌধুরী, স্থানীয় সাংবাদিকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, দর্শক প্রমুখ।

২০ টি দল টুর্নামেন্ট অংশগ্রহণ করে। টুর্নামেন্ট অংশগ্রহণ কারী বিজয়ী ও রানার আপ দের মাঝে ট্রফি ও প্রাইজ মানি দেয়া হয়।

নানিয়ারচর থানার ওসি মোহাম্মদ সাব্বির রহমান এর স্বাগত বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। বর্ণিল আতশবাজী, ফানুস উড়ানোর মধ্যে দিয়ে মুজিব শর্তবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টে- ২০২১ এর ইতি টানা হয়। 

উক্ত আয়োজনে বক্তারা তাদের বক্তব্য ও প্রশাসনিক সেবার পাশাপাশি জনগনের এমন আয়োজন করায় নানিয়ারচর থানা ও  থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান কে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানায়।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ