রাঙামাটি । শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:১৫, ১৯ এপ্রিল ২০২১

গণজমায়েত বন্ধ করতে লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের আহবান পবন চৌধুরীর

গণজমায়েত বন্ধ করতে লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের আহবান পবন চৌধুরীর
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- রাঙামাটিতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গণজমায়েত বন্ধ করতে সরকারের লকডাউন কঠোর ভাবে বাস্তবায়নে আরো কঠোর হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।  

তিনি বলেন, রাঙামাটি জেলায় করোনার সংক্রমণ কমে গেলেই সকলেই এর সুফল পাবে। সরকার কখনোই চাইবে না দীর্ঘদিন লকডাউন দিয়ে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে। তিনি জনগনের মাঝে সচেতনতা বাড়াতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

সোমবার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটায় রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে রাঙামাটিতে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম বিষয়ক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠিত সভায় রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি শাখা ডিজিএফআই এর কর্ণেল জিএস কর্ণেল ইমরান ইবনে এ রউফ, রাঙামাটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর প্রসূণ বড়ুয়া, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায় প্রমূখ।

পবন চৌধুরী  আরো বলেন, জনগণকে মাস্ক পড়েন মাস্ক পড়েন বললে হবে না। সেই ব্যক্তির মাস্ক কেনার সামথ্য আছে কিনা তা দেখতে হবে। তাই জনগনের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করাও জরুরি বলে তিনি মন্তব্য করেন। তিনি রাঙামাটিবাসীর জন্য মাস্ক দেওয়ার প্রতিশ্রুতি দেন।

 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়