রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

জাবেদ মোহাম্মদ নূর

প্রকাশিত: ১৭:৩৮, ২৬ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

ঘন সবুজ আর অন্ধকার

ঘন সবুজ আর অন্ধকার

আকাশের বুকে মেঘ ধরে ধরে সে রংধনু আঁকে
ওদিকে কে ছলছল চোখ আড়াল করতে কাজল মাখে!
ইঙ্গিত আর সংকেতে ও ঘুরে উপকুল থেকে উপকুলে 
সে হয় শামুকের মতো, না.. না… কচ্ছপের মতো ভবঘুরে।

তার, ঘনিষ্ঠ হয়েছে আঁধার স্তনের সৌরভ বিলিয়ে
অথছ জীবন হয়েছে শ্মশানের মতো 
বুকের ভিতর শতো শতো কামুকের পোড়া ছাই
হায়! সে জীবনে আর চাঁদ উঠে না 
চোখের ভাষা পড়ার মতো আর কেউ আসে না।

তবু সে ভাঙ্গে না, এই বুঝি ভেঙ্গে যাবে
সারাটা রাত একই কাগজে লেখা হয় জীবনের যন্ত্রণা
তারাটির সাথে চাঁদটির আর হয় না জানা শোনা।

এদিকে কে প্রতিদিন লেকের পাশে বসে চুপচাপ দেখে দূরের পাহাড়
কারো প্রতি তার নেই কোন ক্ষোভ নেই কোন অধিকার
সবুজের মাঝে থেকে থেকে কিংবা কে জানে হয়তো বা কেঁদে কেঁদে
তার চোখ হয়েছে ঘন অন্ধকার।
কি আশ্চর্য! যতোদিন যায় জলের সাথে জল মিশে যায় 
তবু পাগলের সাথে পদ্মপাতার দেখা হয় না আর।

আলোকিত রাঙামাটি