রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:৫৪, ২১ মে ২০২০

ঘুর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় স্কাউটদের মাইকিং ও লিফলেট বিতরণ

ঘুর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় স্কাউটদের মাইকিং ও লিফলেট বিতরণ

।। কাউখালী প্রতিনিধি ।। কাউখালীতে ঘুর্ণিঝড় "আম্পান" মোকাবেলায় সচেতনতামুলক লিফলেট বিতরণ ও মাইকিং করেছে স্কাউট সদস্যরা।

বুধবার (২০ মে) সকালে কাউখালী উপজেলায় স্কাউট সদস্যরা ঘুর্ণিঝড় "আম্ফান" মোকাবেলায় সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাইকিং করেছে। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার, কাউখালী উপজেলার স্কাউট গ্রুপের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সিনিয়র উপ-দলনেতা উচাইথিন মারমা (থিন) সহ স্কাউটসদের অন্যান্য সদস্যবৃন্দ।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সিনিয়র উপ-দলনেতা উচাইথিন মারমা (থিন) জানায়, পার্বত্য এলাকায় ঘুর্ণিঝড় তেমনভাবে আঘাত না হানলেও অতি বৃষ্টির কারণে পাহাড় ধ্বসের সম্ভাবনা রয়েছে তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ঝুঁকিপূর্ণ এলাকায় যারা রয়েছে তাদের নিরাপদ আশ্রয় কেন্দ্র যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়