রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৪১, ২৬ জানুয়ারি ২০২১

চট্টগ্রামে দুদিন চলবে না ৬ গাড়ি, মোটরসাইকেল তিনদিন

চট্টগ্রামে দুদিন চলবে না ৬ গাড়ি, মোটরসাইকেল তিনদিন
ফাইল ছবি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নগরীতে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ সাত ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সোমবার রাতে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জানুয়ারি মধ্যরাত থেকে ২৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত নগরীতে ট্রাক, পিকআপ, অটোরিকশা, ইজিবাইক, মাইক্রোবাস, কার ও জিপ চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে ২৫ জানুয়ারি রাত ১২টা থেকে ২৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত নগরীতে মোটরসাইকেল চলাচল করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রার্থী, নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যটকদের ক্ষেত্রে এ নিয়ম শিথিল থাকবে। এছাড়া অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা থাকবে না বলে জানানো হয়।

এ বিষয়ে নগর পুলিশের এডিসি (জনসংযোগ) শাহ মো. আবদুর রউফ বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নগরীতে সাত ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়