রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৩৯, ১৯ মে ২০২০

চন্দ্রঘোনায় ঘাস কাটাকে কেন্দ্র করে মহিলাকে বেদম প্রহার

চন্দ্রঘোনায় ঘাস কাটাকে কেন্দ্র করে মহিলাকে বেদম প্রহার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- ঘাস কাটাকে কেন্দ্র করে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা তালুকদার পাড়ায় বসবাসরত ঝুনু দাশ নামে এক মহিলাকে বেদম প্রহার করেছে স্থানীয় রেশম গবেষণা কেন্দ্রের অস্থায়ী কর্মচারী খোকন বড়ুয়া ও তার পরিবারের সদস্যরা। গুরুতর আহত মহিলা ঝুনু দাশ বর্তমানে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত ঝুনু দাশ জানান, গত ১৩ মে তিনি তার তালুকদার পাড়ার বাড়ীর কাছে অবস্থিত রেশম গবেষনা কেন্দ্রের পরিত্যাক্ত জমি থেকে গরুর জন্য ঘাস কাটছিলেন। সেসময় খোকন বড়ুয়া ও তার পরিবারের সদস্যরা তার উপর অতর্কিত হামলা করে তাকে লাঠিপেটা করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

এবিষয়ে তিনি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে বিচার চেয়ে লিখিত আবেদন করেছেন।

অভিযুক্ত খোকন বড়ুয়া জানান, ওই মহিলা তার জমিতে এসে ঘাস কাটছিল।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, তিনি অভিযোগ পেয়েছেন। শ্রীঘ্রই দুই পক্ষকে ডেকে এর সমাধান করবেন।

উল্লেখ্য, এর কয়েকদিন আগে এই ঘাস কাটার বিষয় নিয়ে খোকন বড়ুয়া ও তার আত্মীয় গোরাঙ্গ দাশ মিলে আহত ঝুনুর বৃদ্ধ মা'কেও মারধর করেন বলে ঝুনু অভিযোগ করেছেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়