রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:৩১, ৩ মে ২০২০

চারশ ছিন্নমূল পথচারীকে সেহরীর খাবার দিলো মহানগর দক্ষিণ যুবলীগ

চারশ ছিন্নমূল পথচারীকে সেহরীর খাবার দিলো মহানগর দক্ষিণ যুবলীগ

পুরান ঢাকার অসহায়, হতদরিদ্র ছিন্নমূল চারশত পথচারীকে মধ্যরাতে সেহরির খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। শনিবার মধ্যরাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু পুরান ঢাকার সুত্রাপুর, ধুপখোলা, দয়াগঞ্জ, ধোলাইখাল, টিপু সুলতান রোড, নবাবপুর, রায় সাহেব বাজার, নয়া বাজার, বাবুবাজার, বংশাল, মালিটোলা, ইসলামপুর, সদরঘাট, ভিক্টোরিয়া পার্ক, লক্ষীবাজার, লালকুঠি, শ্যামবাজারসহ বেশ কিছু এলাকায় রান্না করা সেহরির খাবার বিতরণ করেন।

গাজী সারোয়ার হোসেন বাবু সাংবাদিকদের বলেন, ঢাকা শহরে এই রমজানে প্রচুর মানুষ আছে যাদের ঘরবাড়ি নেই, খাওয়ার সুব্যবস্থা নেই। অথচ কষ্ট করে হলেও তারা রোজা রাখে। করোনা মহামারীতে এবার বরাবরের মত হোটেল কিংবা খাবার দোকান গুলো বন্ধ, তাই রাস্তার পাশের খাবার সুবিধা না পাওয়া সেইসব ছিন্নমূল অসংখ্য মানুষদের মাঝে এবার সেহরি বিতরণ করছি। পুরো রমযান মাস এই কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, আমার সামর্থ্য অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নির্দেশে যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের নেতৃতে আর্ত-মানবতায় আমরা যারা যুবলীগের রাজনীতির সাথে জড়িত তারা অসহায় মানুষের পাশে আছি।

এরআগে এছাড়া গাজী সারোয়ার হোসেন বাবু করোনাভাইরাসে দেশের বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকবার পুরান ঢাকার হতদরিদ্র, অসহায় ও দিন আনে দিন খেটে খাওয়া তিন হাজার দুইশ’ পরিবারের মাঝে খাদ্য উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, চিনি, লবন, ছোলা, ডাবলী, খেজুর, মুড়ি, সাবানসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রি বিতরণ করেন।

এছাড়াও ডাক্তার, নার্স, স্বস্থ্য কর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ করোনা ঝুঁকি নিয়ে যারা কাজ করছেন তাদের হাতে পাঁচশ’ পিপিই তুলে দেন।

সূত্রঃ dailynayadiganta.com

আলোকিত রাঙামাটি