রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৩০, ১১ মে ২০২১

চীনের টিকা বাংলাদেশের পথে

চীনের টিকা বাংলাদেশের পথে

বিশেষ কন্টেইনারে ভরে চীনা টিকা নিয়ে যাওয়া হচ্ছে বেইজিং বিমানবন্দরে। ছবি: চীনা দূতাবাস 

চীনা দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘উপহারের ৫ লাখ ডোজ টিকার প্যাকিং শেষ করেছে নির্মাতা প্রতিষ্ঠান। হিমায়িত বিশেষ কনটেইনারে ভরে ট্রাকে করে টিকাগুলো নিয়ে যাওয়া হচ্ছে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে।’

চীনের সিনোফার্মের করোনাভাইরাস প্রতিরোধী ৫ লাখ ‘বিবিআইবিপি-করভি’ টিকা বাংলাদেশে পাঠাতে প্রস্তুতি শেষ করেছে বেইজিং।

ঢাকায় চীনা দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে সোমবার সন্ধ্যায় দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এসব টিকা বুধবার ঢাকায় পৌঁছানোর কথা।

চীনা দূতাবাসের ফেসবুকের পেজে বলা হয়, ‘সিনোফার্মের টিকা বাংলাদেশের পথে।’

চীনের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান সিনোফার্মের উৎপাদিত করোনা টিকা আনতে ঢাকা-বেইজিংয়ের মধ্যে চুক্তি হয়েছে। তবে সেই চালান আসার আগেই ৫ লাখ টিকা উপহার হিসেবে পাঠাচ্ছে চীন।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘উপহারের ৫ লাখ ডোজ টিকার প্যাকিং শেষ করেছে নির্মাতা প্রতিষ্ঠান। হিমায়িত বিশেষ কনটেইনারে ভরে টিকাগুলো নিয়ে যাওয়া হচ্ছে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে।

‘এখন শুধু পৌঁছানোর ক্ষণ গণনা!’

 

চীনের টিকা বাংলাদেশের পথে

কনটেইনার ভর্তি চীনের টিকা আসছে বাংলাদেশে

ভারতের সিরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাতে ব্যর্থ হওয়ার পর, বিকল্প উৎস হিসেবে চীনের সিনোফার্মের ‘বিবিআইবিপি-করভি’ টিকা আনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

তবে করোনাভাইরাস প্রতিরোধী এই টিকা নিয়েও সোমবার হতাশার খবর দিয়েছে চীন। বাংলাদেশকে ডিসেম্বরের আগে চীন থেকে বাণিজ্যিকভাবে টিকা পাওয়ার আশা না করতে বলেছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।

কূটনীতি-বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব-এর ভার্চুয়াল অনুষ্ঠানে লি জিমিং বলেন, ‘আপাতত আমি যেটুকু বলতে পারি, বাণিজ্যিকভাবে বাংলাদেশের টিকা কেনার জন্য আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা আমি করব। তবে বেইজিংয়ে আমার সহকর্মীরা প্রথমে আমাকে যেটা বলেছে, ওই লাইন এত বেশি দীর্ঘ যে ডিসেম্বরের আগে টিকা পাওয়ার আশা না করাই ভালো।’

রাষ্ট্রদূত জানান, টিকা নিয়ে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে এবং বাংলাদেশে টিকা পাঠানোর বিষয়টি চীন ‘খুব ইতিবাচকভাবে’ দেখছে। তবে সমস্যা হলো, বাংলাদেশ সরকার চীনের সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে মাত্র এক সপ্তাহ আগে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়