রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:২৫, ২৮ সেপ্টেম্বর ২০২০

জনগণকে তথ্য পেতে এখন আর কোন বাধা পেতে হয় না: জেলা প্রশাসক

জনগণকে তথ্য পেতে এখন আর কোন বাধা পেতে হয় না: জেলা প্রশাসক

ছবিঃ আলোকিত রাঙামাটি


রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- সরকার তথ্য অধিকার আইন নিশ্চিত করার ফলে বর্তমানে জনগণকে তথ্য পেতে এখন আর কোন বাধা পেতে হয় না বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

তিনি বলেন, জনগণ যখন চায় তখনই তথ্য পেতে পারে। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের সকল কর্মকর্তাদের আরো বেশী সচেতন থাকার আহবান জানান তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাঙামাটিতে তথ্য অধিকার দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। 

এ সময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, আঞ্চলিক পরিষদ সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, রাঙামাটি জেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওমর ফারুক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে তথ্য অধিকার দিবস উপলক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়