রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:৫৪, ১০ আগস্ট ২০২০

জন্মাষ্টমীর দিন এ কাজগুলো থেকে বিরত থাকুন

জন্মাষ্টমীর দিন এ কাজগুলো থেকে বিরত থাকুন

কৃষ্ণভক্তদের কাছে জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম আছে।


কাল সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী। 

এদিন সারা দেশে হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেন।

কৃষ্ণভক্তদের কাছে জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম আছে। আর তাই জন্মাষ্টমীর দিন নিম্নের এ কাজগুলো থেকে বিরত থাকুন।

> স্টিল বা লোহার প্রদীপ জন্মাষ্টমীতে ব্যবহার করবেন না। শ্রীকৃষ্ণের পূজায় তামা, পিতল বা মাটির প্রদীপ ব্যবহার করুন।

> কৃষ্ণের পূজায় যে ফুল ব্যবহার করবেন, তা যেন অবশ্যই টাটকা হয়। পুরনো বাসি ফুল পূজা শুরুর আগেই ঠাকুর ঘর থেকে সরিয়ে ফেলুন।

> জন্মাষ্টমীতে কিন্তু পূজা শেষ হওয়ার আগে কিছু খাওয়া যাবে না। এমনকি এক কাপ চা খেলেও আপনি পূজায় বসতে পারবেন না। যদি কিছু খেয়ে ফেলেন, তাহলে পূজায় বসার আগে অবশ্যই ভালো করে দাঁত ব্রাশ করে নিন।

সূত্র: ডেইলিইন্ডিয়া

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়