রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৬:২২, ২ মার্চ ২০২১

জাতীয় ভোটার দিবসে লংগদুতে স্মাট কার্ড বিতরণ

জাতীয় ভোটার দিবসে লংগদুতে স্মাট কার্ড বিতরণ

ছবিঃ আলোকিত রাঙ্গামাটি


।। ওমর ফারুক মুছা, লংগদু ।। জাতীয় ভোটার দিবস-২০২১ উপলক্ষে রাঙামাটির লংগদুতে স্মাটকার্ড (জাতীয় পরিচয়পত্র) আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) লংগদু উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে স্মাটকার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীন অনুষ্ঠানিকভাবে ভোটারদের হাতে স্মাটকার্ড (জাতীয় পরিচয়পত্র) তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহী, উপজেলা সমবায় কর্মকর্তা ছদর আমীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জ্যোতিষ বিকাশ চাকমা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জমির উদ্দিন জানান, প্রথম ধাপে উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে মাত্র চার হাজার জন ভোটার স্মাটকার্ড বা জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন। যাদের জন্ম ০১-০১-২০০২ ইং সালে এবং ২০১৯ সালে নতুন ভোটার হয়েছেন কেবল তারাই নতুন স্মার্টকার্ড পাবেন। উপজেলা নির্বাচন অফিস থেকে এই স্মাটকার্ড সংগ্রহ করতে হবে। ভোটারগণ নিজে এসে বা অন্য কাউকে দিয়ে ভোটার হওয়ার স্লিপ দিয়ে নির্বাচন অফিসে পাঠালেই স্মাটকার্ড সংগ্রহ করতে পারবেন। 

নির্বাচন অফিস সূত্র মতে ২০১৯ সালের ভোটার তালিকা হালনাগাদে নিবন্ধিত ভোটারদের স্মার্টকার্ড বা জাতীয় পরিচয়পত্র ইউনিয়ন পর্যায়ে বিতরণ হবে ৭-৮ মার্চ/২০২১ আটারছড়া ইউনিয়ন, ৯-১০ মার্চ কালাপাকুজ্জা ইউনিয়ন, ১১-১২ মার্চ গুলশাখালী ইউনিয়ন, ১৪-১৫ বগাচতর ইউনিয়ন, ১৬ ও ১৮ মার্চ ভাসাইন্যাদম ইউনিয়ন, ২২-২৩ মার্চ মাইনীমুখ ই্উনিয়ন, ২৪-২৫মার্চ লংগদু ইউনিয়ন, ২৮মার্চ রিজার্ভ দিন থাকবে।

আলোকিত রাঙামাটি