রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৪৯, ১৩ জুন ২০২০

ঠোঁটের রঙ বদলে যাওয়া সহ করোনায় দেখা দিলো নতুন ১৩টি উপসর্গ!

ঠোঁটের রঙ বদলে যাওয়া সহ করোনায় দেখা দিলো নতুন ১৩টি উপসর্গ!

করোনার আতঙ্কে দেশ এখন লকডাউনে রয়েছে। প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সঙ্গে বাড়ছে মানুষের মধ্যে ভয়ও। সংক্রমণ থেকে বাঁচতে তাইতো মানুষ বেশ তৎপর।

তবে করোনা বারবার তার রূপ পাল্টাচ্ছে! ঠাণ্ডা-কাশি, জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট ছাড়াও জানান দিচ্ছে নতুন নতুন উপসর্গের কথা। আবার করোনায় এমন মৃত্যুও ঘটেছে যাদের কোনো উপসর্গই দেখা দেয়নি। সম্প্রতি জাপানের চিকিৎসকরা খুঁজে পেয়েছেন করোনা ভাইরাসের নতুন ১৩টি উপসর্গ। যা জানা ও সচেতন হওয়া জরুরি। চলুন জেনে নেয়া করোনার ১৩টি নতুন উপসর্গগুলো-

> ঠোঁট বেগুনি রঙের হয়ে যাওয়া

> দ্রুত শ্বাস নেয়া

> হঠাৎ দম বন্ধ হয়ে আসার অনুভূতি

> অল্প একটু হাঁটাচলা করাতেই শ্বাস নিতে কষ্ট হওয়া

> বুকে ব্যথা

> শুয়ে থাকতে না পারা, উঠে না বসলে শ্বাস নিতে না পারা

> শ্বাস নিতে কষ্ট হওয়া

> হঠাৎ শব্দ করে শ্বাস নিতে শুরু করা

> অনিয়মিত নাড়ির স্পন্দন

> মলিন চেহারা

> অদ্ভুত আচরণ করা

> অন্যমনস্কভাবে প্রশ্নের উত্তর দেয়া

> বিভ্রান্ত হয়ে যাওয়া, উত্তর দেওয়ায় অপারগতা।

আলোকিত রাঙামাটি