রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১০:২৮, ১২ মে ২০২১

ঢাকায় পৌঁছাল চীনের উপহারের পাঁচ লাখ টিকা

ঢাকায় পৌঁছাল চীনের উপহারের পাঁচ লাখ টিকা

চীনের পাঁচ লাখ টিকা ঢাকায় -ছবি: সংগৃহীত


সিনোফার্মের তৈরি করোনার টিকার পাঁচ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছেছে। বাংলাদেশকে উপহার হিসেবে এসব টিকা দিয়েছে চীন।

বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে টিকাবাহী সি-১৩০ কার্গো বিমানটি অবতরণ করে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বুধবার দুপুরে এসব টিকা বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে। এ উপলক্ষে বুধবার সোয়া ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

এর আগে, টিকা আনতে চীনে যায় বিমান বাহিনীর একটি বিমান। বিমানটি মঙ্গলবার বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ভারতে করোনাভাইরাস ব্যাপক হারে বেড়ে যাওয়ায় টিকা রফতানি বন্ধ করে দেয় দেশটি। ফলে বাংলাদেশের কেনা বাকি ২ কোটি ৩০ লাখ ডোজ টিকা পাওয়া নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে রাশিয়ার ‘স্পুটনিক-ভি’ এবং চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়।

এরই মধ্যে চীনের কয়েকটি টিকার মধ্যে বাংলাদেশ শুধু সিনোফার্মের টিকার জরুরি অনুমোদন দিয়েছে। এরপর বাণিজ্যিকভাবে চীনা টিকা পেতে বাংলাদেশ ৩০ এপ্রিল প্রস্তাব দেয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়