রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৩৫, ৬ জুন ২০২০

ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়েছে ডা. নাহিদকে

ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়েছে ডা. নাহিদকে

ফাইল ফটো


করোনাভাইরাসে আক্রান্ত ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ সিরাজকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় এনে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হয়।

হেলিকপ্টারটি যশোরস্থ বিমান বাহিনীর ঘাঁটি মতিউর থেকে রাত ৮টা ২ মিনিটে যাত্রা করে রাত ৮টা ৫০ মিনিটে  ঢাকায় বিমান বাহিনীর ঘাঁটি বাশার এ অবতরণ করে।

ডা. নাহিদ সিরাজের সঙ্গে সহকারী হিসেবে ডা. আনজুম সোনিয়া ও ডা. উত্তম রয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব যোগাযোগ করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জাইদ শুক্রবার রাতে ক্ষুদে বার্তায় ডেইলি বাংলাদেশকে এ তথ্য জানান।

ডা. নাহিদ ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও।

আলোকিত রাঙামাটি