রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:৩৬, ৩০ মে ২০২০

ঢেলে সাজানো হচ্ছে ক্রাইম ও ট্রাফিক ব্যবস্থাপনা

ঢেলে সাজানো হচ্ছে ক্রাইম ও ট্রাফিক ব্যবস্থাপনা

ফাইল ছবি


সীমিত পরিসরে যান চলাচল শুরুর প্রেক্ষাপটে পুলিশের ক্রাইম ও ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এজন্য জনগণ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

শনিবার এ সংক্রান্ত এক ভিডিও বার্তায় পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, করোনাকালীন সরকারি ছুটির সময়ে সঙ্গত কারণেই পুলিশের ক্রাইম ও ট্রাফিক মেনেজমেন্ট সিস্টেম ভিন্ন ছিল। তবে যেহেতু সরকার বাস্তব অবস্থা বিবেচনা করে সীমিত পরিসরে যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে তাই সঙ্গত কারণেই বেড়ে যাবে যান ও জনসাধারণের চলাচল। এটা পুলিশের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং।

তাই পুলিশকেও তার ক্রাইম ও ট্রাফিক মেনেজমেন্ট সিস্টেমকে আরো বেগবান করার পাশাপাশি ঢেলে সাজাতে হবে। 

তিনি বলেন, সরকারের দেয়া স্বস্থ্যবিধি যেন জনগণ ও গণপরিবহন সংশ্লিষ্টরা সবাই মানেন এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। তবে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা ছাড়া লক্ষ্য অর্জন করা সহজ হবে না বলেও উল্লেখ করেন তিনি।

আলোকিত রাঙামাটি