রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৪৩, ২২ নভেম্বর ২০১৯

তবলছড়ি রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ

তবলছড়ি রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ

রাঙামাটি শহরের তবলছড়ি শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের নবগঠিত ১৭ সদস্যের পরিচালনা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার (২২ নভেম্বর) সকালে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা শ্রী মধুসুধন ভট্টাচার্য নব-নির্বাচিত ১৭ সদস্যের কমিটিকে শপথ বাক্য পাঠ করান। নব-নির্বাচিত সদস্যরা সকলে নিজ নিজ শপথ বাক্য পাঠ করে আগামী তিন বছরের জন্য রক্ষা কালী মন্দিরের পরিচালনা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে রক্ষাকালী মন্দিরের পুরোহিত শ্রী রণধীর চক্রবর্তী, মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশ, রাঙামাটি জেলা জজ কোর্টের এডভোকেট দুলাল কান্তি সরকার, রাঙামাটি পৌরসভার কাউন্সিলর পুলক দে, রাঙামাটি পৌরসভার মহিলা কাউন্সিলর রূপসী দাশ গুপ্তা, রাঙামাটি পৌরসভার কর্মকর্তা শ্রী মিহির দেব শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নব-নির্বাচিত কমিটিতে সভাপতি শ্রী আশীষ কুমার দে, সাধারণ সম্পাদক শ্রী পঙ্খজ মল্লিক ও কোষাধ্যক্ষ শ্রী অরূপ মুৎসুদ্দীসহ ১৭ সদস্য মন্দিরে অভিষেক অনুষ্ঠানে শপথ নেন।

আগামী তিন বছরের জন্য রক্ষা কালী মন্দিরের নব-গঠিত ১৭ সদস্যের মধ্যে অন্যান্যরা হলেন, শ্রী শ্যামল মিত্র- সহ সভাপতি, শ্রী রতন কুমার দে- সহ সাধারণ সম্পাদক, শ্রী খোকন কুমার দে- দপ্তর সম্পাদক, শ্রী চানু নন্দী- দৈনন্দিন পূজা সম্পাদক ও তত্বাবধায়ক, শ্রী মিঠু কুমার দে- প্রচার ও প্রকাশনা সম্পাদক, শ্রী স্বরূপ ধর- সাংস্কৃতিক সম্পাদক, শ্রী পুলক
চক্রবর্তী- সদস্য, শ্রী রাজীব দাশ- সদস্য, শ্রী ত্রিদীপ ঘোষ- সদস্য, শ্রী চাঁদ ত্রিপুরা- সদস্য, শ্রী রিপন দাশ- সদস্য, শ্রী রাজন নন্দী- সদস্য, শ্রীমতি কৃষ্ণা রানী দে- মহিলা সদস্য ও শ্রীমতি দিপালী ত্রিপুরা- মহিলা সদস্য।

উল্লেখ্য, রাঙামাটি শহরের তবলছড়ি ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে গত ১০ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে ১৭ নভেম্বর শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে আগামী তিন বছর মেয়াদে ১৭ সদস্য বিশিষ্ট মন্দির পরিচালনা কমিটি গঠণ করা হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়