রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

জাবেদ মোহাম্মদ নূর

প্রকাশিত: ১৬:২৭, ২৫ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

তিন কবুল অথবা সাত পাক

তিন কবুল অথবা সাত পাক

সে একই নদী কবর অথবা শশ্মান অবধি
তুমি বল জল আমি বলি পানি
নদীই জানে জীবন জুড়ে কে বেশী অভিমানী।

গাছে গাছে যে সবুজ
তার শেষ পরিনতি হয় হলুদে
হায় হায়! কার জমি কে চাষ করে অবাদে।

নীল আঁচলে যে সবাইকে ঢেকে রাখে
শ্রাবণের দিনে তার বুকে ঝড়
কার আকাশ কে ছবি আঁকে!

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়