রাঙামাটি । মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ , ২ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধি।।

প্রকাশিত: ১১:০৩, ১০ জানুয়ারি ২০২১

‘তিন পার্বত্য অঞ্চল আজ দেশে বিদেশে পরিচিত’

‘তিন পার্বত্য অঞ্চল আজ দেশে বিদেশে পরিচিত’
ছবি:- আলোকিত রাঙ্গামাটি

।। রাঙামাটি (সদর) প্রতিনিধি।। পর্যটনের পাশাপাশি একটি সময় দেশ বিদেশে তিন পার্বত্য জেলা অ্যাডভেঞ্জারের জন্য উপযুক্ত ব্র্যান্ডিং স্থান হিসাবে পরিচিতি লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।

তিনি বলেন, বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের কারণেই পার্বত্য অঞ্চল আজ দেশে বিদেশে পরিচিত হয়ে গেছে। আগামী দিন গুলোতে এই অ্যাডভেঞ্জার উৎসব পালনের জন্য জাতীয় ভাবে উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করে।

শনিবার (৯ জানুয়ারী) রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে কর্ণফুলী সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব-২০২১ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান একথা বলেন।

প্রেস কনফারেন্সে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম নিজামী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন (যুগ্ম সচিব) আশীষ কুমার বড়–য়া, সদস্য পরিকল্পনা (উপ সচিব) ড. প্রকাশ কান্তি চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ, রাঙামাটির প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল সহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য রাখেন।

প্রেস কনফারেন্সে রাঙামাটি জেলার কর্মরত সাংবাদিকরা সহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে গত বছরের ন্যায় এবছরও আগামী ১১-১৫ জানুয়ারী ২০২১খ্রি. তারিখ পর্যন্ত সময়ে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব-২০২১ উদ্বোধনী অনুষ্ঠান রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলায় পাহাড় হতে ৫০ জন ও সমতল থেকে ৫০ জন সর্বমোট ১০০ জন, যাদের বয়ন ১৮ থেকে ৩৫ বছর বয়সী অ্যাডভেঞ্চারার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে।
 

আলোকিত রাঙামাটি