রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১৮:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০২০

দায় এড়াতে জনবল সঙ্কটের অজুহাত কর্ণফুলী পেপার মিলের এমডি’র

দায় এড়াতে জনবল সঙ্কটের অজুহাত কর্ণফুলী পেপার মিলের এমডি’র

কেপিএম’র এমডি ড. আব্দুল কাদের


চট্টগ্রামের কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলের কয়েকটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এর কারণ হিসেবে দক্ষ জনবল সঙ্কটের অজুহাত দেখাচ্ছেন কেপিএম এমডি ড. আব্দুল কাদের।

কেপিএম’র শ্রমিকরা জানান, অপরিকল্পিতভাবে ছয় শতাধিক দক্ষ শ্রমিককে বদলি করায় কারখানার ওয়াশিং প্লান্ট, রিকভারি প্লান্ট, ব্লিচিং প্লান্ট, এস.আর বয়লার ও পেপার মেশিন-২ বন্ধ হয়ে গেছে।

তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে কেপিএম বন্ধ করতেই এসব ইউনিট অকার্যকর করা হয়েছে।

তারা আরো জানান, কেপিএম’র বর্তমান এমডি ড. আব্দুল কাদের ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি যোগ দেয়ার পর সুকৌশলে দক্ষ শ্রমিকদের বদলি করিয়েছেন। এখন দায় এড়াতে কয়েকজনকে ফিরিয়ে আনতে বিসিআইসিতে লোক দেখানো তদবির করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালে বিসিআইসি পরিচালক শাহিন কামাল কেপিএম পরিদর্শনে গেলে জনবল সঙ্কটের বিষয়টি তুলে ধরেন এমডি আব্দুল কাদের। সে সময় শাহিন কামাল তাকে বলেছেন, আপনি নিজেই তো শ্রমিকদের বদলির সুপারিশ করেছেন। এখন দক্ষ জনবলের অভাবের অজুহাত দিচ্ছেন কেন?

কেপিএম’র সিবিএ’র সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম বলেন, দুই বছরে সাড়ে ছয়শ শ্রমিক-কর্মচারীকে বদলি করা হয়েছে।

বিসিআইসি পরিচালক শাহিন কামাল বলেন, বদলি করা শ্রমিক-কর্মচারীদের মধ্য থেকে কয়েকজনকে ফেরাতে মৌখিকভাবে অনুরোধ করেছেন কেপিএম’র এমডি ড. আব্দুল কাদের।

এ বিষয়ে জানতে কেপিএম’র এমডি ড. আব্দুল কাদেরের ব্যক্তিগত টেলিটক নাম্বারে কয়েকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ