রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৭:৪৮, ১৩ এপ্রিল ২০২০

দিঘিনালায় খাদ্য বান্ধব কর্মসূচির ৭০ বস্তা চাল সহ আটক ১

দিঘিনালায় খাদ্য বান্ধব কর্মসূচির ৭০ বস্তা চাল সহ আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ- খাগড়াছড়ির দীঘিনালায় মেরুং বাজার থেকে ৭০ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল ক্রয় করার অপরাধে দেলোয়ার হোসেন দুলুকে আটক করেছে পুলিশ। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে চালের ডিলার ও মেরং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন ।

মেরং বাজার সভাপতি কে এম ইসমাইল হোসেন জানান, দুপুরে ইউএনও স্যার এসে বাজারে একটি বদ্ধ গুদাম খুলে ৭০ বস্তা সরকারি চাল জব্দ করে।  চালের ক্রেতা দুলুকে আটক করলেও, চালের ডিলার জহির উদ্দিন পলাতক রয়েছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ জানান, নিরাপদ খাদ্য কর্মসূচি আওতায় নিযুক্ত ডিলার জহির উদ্দিন ১০ টাকা মূল্যের চাল বিতরণ না করে তা কালো বাজারে বিক্রি করে দেন। বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে মেরুং বাজারে অভিযান চালিয়ে ৭০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। যার পরিমাণ প্রায় ২,১০০ শ কেজি। এই ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বাদি হয়ে দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়