রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৬:০৩, ১৯ জুন ২০২১

দিনে দুই ঘণ্টা টিভি দেখতে পারবেন কারাবন্দিরা

দিনে দুই ঘণ্টা টিভি দেখতে পারবেন কারাবন্দিরা

কারাগারের প্রতীকী ছবি


দেশের সব কেন্দ্রীয় ও জেলা কারাগারের বন্দিদের বিনোদনের জন্য প্রতিদিন দুই ঘণ্টা টেলিভিশন (টিভি) দেখার ব্যবস্থা করছে কারা কর্তৃপক্ষ।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।

জানা গেছে, ৬ জুন কারা অধিদফতরের থেকে অতিরিক্ত কারা মহাপরিচালক কর্নেল মো. আবরার হোসেন স্বাক্ষরিত চিঠিতে বন্দিদের চিত্তবিনোদনের জন্য টিভি সেট কিনতে একটি নির্দেশনা পাঠানো হয়েছে। চিঠিটি দেশের সব কারা উপমহাপরিদর্শক, প্রতিটি কেন্দ্রীয় ও জেলা কারাগারের সিনিয়র জেল সুপার-জেল সুপারের কাছে পাঠানো হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, কারাগারের নিজস্ব অর্থায়নে টেলিভিশন কেনার উদ্যোগ নেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই বন্দিদের বিনোদনের জন্য টেলিভিশন কেনা হবে।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন জানান, বন্দিদের যে কল্যাণ ফান্ড আছে সেখান থেকে টেলিভিশন কিনে দেওয়ার কথা বলেছি।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়