রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:০১, ৩১ মার্চ ২০২০

দীঘিনালায় ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র চাঁদাবাজ অস্ত্রসহ আটক

দীঘিনালায় ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র চাঁদাবাজ অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিবেদকঃ- খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দিঘিনালা জোনের কৃপাপুর এলাকায় অভিযান পরিচালনা করে আশাপূর্ন চাকমা (৪১) নামের এক ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র চাঁদাবাজকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার (৩১ মার্চ) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক করার সময় তার কাছে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, নগদ ১৪ হাজার টাকা এবং বেশকিছু ভারতীয় ও চাইনিজ মুদ্রা পাওয়া যায়। এছাড়াও তার কাছে অবৈধ লিফলেট, চাঁদা কালেকশন বই সহ বেআইনি নথিপত্র পায় নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে জানা যায়, তাকে জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনের আওতায় পুলিশের কাছে সোপর্দ করা হবে।

এদিকে জানা যায়, আটককৃত সন্ত্রাসী একজন চিহ্নিত চাঁদাবাজ হিসেবে এলাকায় পরিচিত ছিল। তার নামে হত্যা ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। অবৈধ চাঁদার জন্য সে দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষ কে হয়রানি এবং নির্যাতন করে আসছিলো। তার আটকের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এলাকার বিশিষ্ট নাগরিক সমাজ এবং সাধারণ মানুষ মনে করছেন, নিরাপত্তা বাহিনী আশাপূর্ণ চাকমার মত সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এলেই পাহাড়ে শান্তি ফিরে আসবে।

তারা ভবিষ্যতে নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের এমন আইনের প্রয়োগ চলমান রাখার দাবি জানান।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়